ওভারলোডিং অব‍্যাহত বাঁকুড়ার ইন্দাসে : পাথর বোঝাই একাধিক ডাম্পার আটকালো এলাকার যুবকরা

21st June 2020 6:10 pm বাঁকুড়া
ওভারলোডিং অব‍্যাহত বাঁকুড়ার ইন্দাসে : পাথর বোঝাই একাধিক ডাম্পার আটকালো এলাকার যুবকরা


তৌসিফ আহমেদ ( ইন্দাস ) :  বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের খোশবাগ শান্তাশ্রম রাস্তায় তিনটি বেআইনি ওভারলোডিং পাথরের ডাম্পার পুলিশ এবং ভূমি আধিকারিক কে ধরিয়ে দিলো আব্দুলপুর সতীর্থ সংঘের সদস্যরা।এই রাস্তার মাধ্যমে এই অঞ্চলের লোকজন বাঁকুড়া বর্ধমান আরামবাগ কলকাতার সঙ্গে যোগাযোগ রক্ষা করে। দীর্ঘদিন ধরে  বেআইনী ওভারলোডিং এর গাড়ি চলাচল করছিল এই রাস্তা ধরে বলে অভিযোগ । তার ফলে ইন্দাস ব্লকের করিশুন্ডা এবং আমরুল পঞ্চায়েতের একাধিক রাস্তার ক্ষতি হচ্ছিল । সঙ্গে গ্রামবাসীর যোগাযোগ ব্যবস্থার ও ক্ষতি হচ্ছিল। এছাড়াও এই বেআইনী ডাম্পার চলাচলের কারণে আব্দুলপুর ডিভিসির ব্রিজটির ভগ্নপ্রায় অবস্থা হয়ে গেছে এবং রাস্তার বেহাল অবস্থা হয়ে গেছে। এই ব্রিজ যেকোনো সময় ভেঙ্গে পড়তে পারে এবং তার ফলে হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হবে । এই কারণে আজ আব্দুলপুর সতীর্থ সংঘের সদস্যরা এই বেআইনী ডাম্পার গুলোকে আটক করে প্রশাসনের হাতে তুলে দিল।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।